যশোরে বীরমুক্তিযোদ্ধাকে মারপিটের অভিযোগে সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা

0
346

বিশেষ প্রতিনিধি : অবশেষে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলার এক বীরমুক্তিযোদ্ধাকে মারপিট ও তার মেয়েকে উত্যক্তকারী রাসেলের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় সোমবার মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন, চুড়ামনকাটি ছাতিয়ানতলার মৃত হেকমত আলী মোল্যার ছেলে বীরমুক্তিযোদ্ধা ডাক্তার নিজাম উদ্দিন আহম্মেদ। আসামী রাসেল চুড়ামনকাটি বাজারের জাহাঙ্গীর আলমের ছেলে।
বীরমুক্তিযোদ্ধা ডাক্তার নিজাম উদ্দিন আহম্মেদ তার দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন যে,তার মেয়ে মধুরিমা মেঘলা যশোর মহিলা কলেজে একাদশ শ্রেনীতে লেখাপড়া করে। কলেজে আসা যাওয়ার প্রাক্কালে মেঘলাকে উক্ত রাসেল উত্যক্তসহ নানা কটুক্তি করতো। গত ৩ জুলাই দুপুর পৌনে ২ টায় রাসেল মেঘলাকে তার দোকানের সামনে পেয়ে উত্যক্ত করার এক পর্যায় যৌন নিপীড়নের চেষ্টা করে। মেঘলার চিৎকারে তার পিতা বীরমুক্তিযোদ্ধা ডাক্তার নিজাম উদ্দিন এগিয়ে গিয়ে রাসেলকে এহেন কর্মকান্ড করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল তাকে বকাঝোকা করে। ৮ জুলাই সকালে ডাক্তার নিজাম উদ্দিন চুড়ামনকাটি ষ্টেশন রোডে শাহজাহানের চায়ের দোকানের সামনে দিয়ে বাড়িতে যাওয়ার সময় উক্ত রাসেল তার গতিরোধ করে। মুক্তিযোদ্ধা নিয়ে নানান কটুক্তি করার এক পর্যায় মারপিট করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে প্রাণ নাশের হুমকী দিয়ে পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here