যশোরে বেঞ্চ সহকারীকে আইনজীবীদের লিগ্যাল নোটিশ

0
208

নিজস্ব প্রতিবেদক : যশোরে বেঞ্চ সহকারীকে আইনজীবীদের লিগ্যাল নোটিশআইনজীবীদের সম্পর্কে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করায় যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বেঞ্চ সহকারী তারেক হোসেনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
গত ১৯ মে জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্তের পর সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন এ লিগ্যাল নোটিশ পাঠান। একইসাথে কেন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে না তা নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তারেক হোসেনের বিরুদ্ধে অভিযোগ, গত ১৫ এপ্রিল সোস্যাল মিডিয়ায় ‘আদালত সমাচার’ নামের একটি পেজে ‘কোর্ট স্টাফদের দুর্নীতি রোধে যা জানা জরুরি’ শিরোনামের একটি পোস্টে বেঞ্চ সহকারী তারেক হোসেন কমেন্টস করেন। যা মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া। সকল আইনজীবীর জন্যে মানহানিকর ও বিদ্বেষ সৃষ্টিকারী। জেলা আইনজীবী সমিতির দাবি, এতে আইনজীবীদের সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং চরমভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে সাধারণ মানুষের কাছে। এটি বাংলাদেশের প্রচালিত দন্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এ শাস্তিযোগ্য অপরাধ বলেও উল্লেখ করা হয়। এ বিষয়ে বেঞ্চ সহকারী তারেক হোসেন বলেন, পেশকারদের কাছে বিচারপ্রার্থীরা জিম্মি পোস্টের বিরোধিতা করে তিনি কমেন্টস করেন পেশকারদের সাথে বিচারপ্রার্থীদের কোনো যোগাযোগ থাকেনা। আইনজীবীদের সাথে বিচারপ্রার্থীদের সম্পর্ক। ফলে, পেশকারদের কাছে জিম্মি হওয়ার সুযোগ নেই।