যশোরে ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় ৬সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদে রিমান্ড মঞ্জুর

0
359

বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের ব্যবসায়ী কহিদুল ইসলামকে অবৈধভাবে আটক পূর্বক ৫ লাখ টাকা মুক্তিপন আদায়ের গ্রেফতারকৃত ৬ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক শম্পা বসু রোববার রিমান্ড মঞ্জুর করেন। এরা হচ্ছে,যশোর শহরের ঘোপ জেলরোড এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম,সদর উপজেলার ফতেপুর গ্রামের ইয়াকুব আলী বিশ^াসের ছেলে নয়ন,পাবনা জেলার ঈশ^রদী থানার পিয়ারী খালী গোরস্থানপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে নুর ইসলাম ওরফে সনি,সদর সদর উপজেলার শেখহাটি বাবলাতলা গ্রামের মোসলেম আলী ওরফে আব্দুল গনির ছেলে রাব্বি হোসেন ওরফে সাদ্দাম, সদর উপজেলার মুড়োলী আমতলী বর্তমানে শহরের পোষ্ট অফিসপাড়া ওয়াদুদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হালিম ফকিরের ছেলে শওকত হোসেন ওরফে আপন ও শহরের ষষ্টিতলা পিটিআই স্কুলের পিছনে শ্রী শ্যাম মন্ডলের ছেলে মানিক মন্ডল। ইতি মধ্যে অপরআসামী শহরের সার্কিট হাউজ পাড়ার হোসেন আলী গাজীর ছেলে গোলাম রসুল স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেছেন। গত ৪ জানুয়ারী সকালে ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের আব্দুল জলিলের ছেলে কহিদুল ইসলামকে ডেকে নিয়ে অপরাধীরা একটি ঘরে আটকে রেখে স্ট্যাম্পে স্বাক্ষর,ব্যাংকের চেক গ্রহন ও নগদ টাকা ছিনিয়ে ৫লাখ টাকা মুক্তিপন দাবি করে তার বড় ভাই রাশিদুল ইসলামের কাছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হলে ডিবি পুলিশ ৫ জানুয়ারী তাদেরকে গ্রেফতার করে। ও অপহৃতা কহিদুল ইসলামকে উদ্ধার করে। পরে আসামীদের আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরবর্তীতে শুনানী শেষে রোববার ১২ জানুয়ারী বিজ্ঞ আদালতের বিচারক ৬ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।