যশোরে ব্লাষ্টের মত বিনিময় সভা

0
920

বিশেষ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেছেন, প্রতিযোগীতায় টিকে থাকার জন্য ভাল কাজ করতে হবে। বর্তমানে প্রেস কাউন্সিল খুব দূর্বল অবস্থার মধ্যে রয়েছে বলে মাঠ পর্যায়ের সাংবাদিকরা এখনও প্রেস কাউন্সিল সম্পর্কে যথাযথ অবগত নন। তিনি পত্রিকার মালিকদের ক্ষেত্রে বলেছেন,ভাল একটা পলিসি তৈরী হওয়ার ক্ষেত্রে মালিকের আপত্তি থাকতে পারে। তারপরও সাংবাদিকরা বিধি বিধান মেনে চলে। গীতি আরা বলেন,আমাদের প্রত্যেক হাউজে বিধি বিধান মেনে চলার নিয়ম করা উচিত। পলিসি এমন হওয়া উচিত তা আমাদের দিক নির্দেশনা দিবে। তিনি গতকাল বুধবার সকালে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট) আয়োজিত সাংবাদিকদের সহিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন।
সংক্ষুব্ধ ব্যক্তির পরিচয় প্রকাশ ও সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক ব্লাস্টের সভাপতি কাজী আব্দুস শহীদ লালের সভাপতিত্বে মুল বক্তব্য পেশ করেন, ব্লাস্টের সমন্বয় কাজী প্রধান এডভোকেট সারাবান তহুরা। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,ব্লাষ্টের যশোর জেলা সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ব্লাষ্টের উপ-পরিচালক এডভোকেট মাহববুরা আক্তার। এসময় উপস্থিত ছিলেন,ব্লাষ্টে কর্মরত ফারজানাসহ অন্যান্যরা। মূল অনুষ্ঠানটি সঞ্চালন করেন এডভোকেট মোস্তফা হুমায়ূন কবীর। উপ-পরিচালক মাহবুবা আক্তার বলেন,দেশের অনেক যোগাযোগ মাধ্যমের কর্মকর্তা ও সদস্যরা সন্ত্রাসী দ্বারা অপরাধের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ করছেন। তাতে ওই ব্যক্তি চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তিনি এ বিষয় নিয়ে সাংবাদিকদের পরামর্শ চেয়েছেন। সাংবাদিকরা ব্লাষ্টের উদ্দেশ্য বুঝতে পেরে তাদের মতামত পেশ করেন। এডভোকেট মোহাম্মদ ইসহক বলেন,ব্লাষ্ট সম্পূর্ন বিনা খরচে গরীব অসহায় ও আক্রান্ত ব্যক্তির আইনী সহায়তা দিচ্ছে। দেশে অন্যান্য আইনী সহায়তা সংস্থা রয়েছে। তাদের অবস্থান থেকে ব্লাষ্টের অবস্থান অন্যরকম। এডভোকেট সারাবান তহুরা তার মূল বক্তব্যে বলেন, দেশে সহিংসতার শিকার ব্যক্তির নাম পরিচয় প্রকাশের ক্ষেত্রে যে নীতি মালা রয়েছে তা মানা হওয়া নিয়ে যথেচ্ছ সচেতনার অভাব রয়েছেন। এডভোকেট মোস্তফা হুমায়ূন কবীর বলেন,ব্লাষ্টের কার্যক্রম সম্পর্কে যশোরের সর্বস্তরের মানুষের মাঝে বিলিয়ে দিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর কালেক্টরেট স্কুলের অডিটোরিয়ামে ব্লাষ্টের ব্যতিক্রম মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় সকলকে উপস্থিত হওয়ার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here