যশোরে ভুয়া চিকিৎসক আটক, ১৫ দিনের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

0
183

প্রতিবেদক : যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত পিয়ারলেস হাসপাতাল হতে ভুয়া চিকিৎসক হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। হাতেনাতে ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারে এই ভুয়া চিকিৎসককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একলাখ টাকা জরিমানা করা হয়। প্রতারকের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, ২৬৫/এ, ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মো. হাবিবুর রহমানকে রোগীদের চিকিৎসা দেয়া অবস্থায় পাওয়া যায়। তাকে ডাক্তারি ডিগ্রির সনদ দেখাতে বলা হলে তা দেখাতে ব্যর্থ হন। ডিগ্রিধারী এবং বিএমডিসি সনদপ্রাপ্ত না হয়েও তার নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করছেন। তিনি বড় অঙ্কের ফি নিয়ে রোগীদের ভুল চিকিৎসা দেন এমন অভিযোগ আছে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগি প্রাপ্তরা ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। কিন্তু মো. হাবিবুর রহমান কোন যোগ্যতা ছাড়াই সাইনবোর্ড, ভিজিটিং কার্ড এবং প্রেসক্রিপশনে ডাক্তার পদবি ব্যবহার করে প্রতারণা করে আসছেন।