যশোরে ভোর রাতে দুই বোমাবাজ গ্রেফতার ১০টি হাত বোমা উদ্ধারের ঘটনায় মামলা

0
376

বিশেষ প্রতিনিধি : শুক্রবার ভোর রাতে কোতয়ালি মডেল থানা পুলিশ দুই বোমা বাজকে নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর অভিযোগে গ্রেফতার করেছে। এসময় তাদের দখল হতে ৬টি সহ ১০টি শক্তিশালী বিভিন্ন সাইজের হাত বোমা উদ্ধার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, যশোর শহরের খড়কী কলাবাগান দিঘীরপাড়ের মতিয়ার রহমানের ছেলে মোঃ আফিকুর রহমান জিসান ও খড়কী রেল লাইন সরকারী জায়গায় বসবাসকারী আব্দুল খালেকের ছেলে রুহুল আমীন। এ সময় পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে খড়কী রেললাইন বস্তির আলমগীর হোসেনের ছেলে বড় আলামিন ও আব্দুল খালেকের ছেলে ছোট আলামিন।বোমাসহ গ্রেফতারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
কোতয়ালি মডেল থানার এসআই শাহজুল ইসলাম বাদি হয়ে দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন,শুক্রবার ভোর রাতে গোপন সূত্রে খবর পান খড়কী কবরস্থানের পাশে বাইতুন নুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার পাশে একদল বোমা বাজার বোমা নিয়ে ধর্তব্য অপরাধ মুলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে ভোর রাত সাড়ে ৫ টায় পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে বোমা নিয়ে অবস্থান রত আফিকুর জামান জিসান ও রুহুল আমীন দৌড়ে পালানোর চেষ্টা চালালে পুলিশ তা ব্যর্থ করে তাদেরকে গ্রেফতার করে। পরে জিসানের কাছে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে ৪টি লাল টেপ দ্বারা মোড়ানো ককটেল ও রুহুল আমীনের কাছে থাকা ব্যাগের মধ্যে কালো টেপ দ্বারা মোড়ানো ২টি ককটেল উদ্ধার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক খড়কী সরকারি জায়গায় জনৈক রাশেদুলের বস্তির মধ্যে আব্দুল খালের ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় । সেখানে থাকা বড় আলামিন ও ছোট আলামিক দৌড়ে পালিয়ে গেলেও তাদের তাদের দখলে থাকা আরো ৪টি বোমা উদ্ধার করে। পরে বোমাগুলি উদ্ধার করে কোতয়ালি মডেল থানায় এসে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামী আফিকুর রহমান জিসান খড়কী সন্ত্রাসী ডিকুর ছোট ভাই। ডিকুর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় ১৭টি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here