যশোরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন

0
392


বিশেষ প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্য্যের সাথে উদযাপনের লক্ষ্যে যশোর জেলা প্রশাসন ও স্থানীয় ভাবে বিভিন্ন সংগঠন/প্রতিষ্ঠান দিবসটি পালনের জন্য কর্মসূচী গ্রহন করেছে। দিবসটি উৎসাহ উদ্দিপনার সাথে পালনের লক্ষ্যে যশোর জেলা পুলিশের পক্ষে থেকে ৩ স্তরের নিরাপত্তা পরিকল্পনা গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে বুধবার সকাল ৮ টা হতে আজ ২১ ফেব্রুয়ারী তাদের নেওয়া বিভিন্ন কর্মসূচী শেষ না হওয়া পর্যন্ত পালাক্রমে ফোর্স মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের জন্য ভিআইপি গেইটসহ জনসাধারণের প্রবেশ ও বাহির গেইটে পোষাশধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে হ্যান্ডমেটাল ডিটেক্টর নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া শহীদ মিনারের আশ পাশের উচু বিল্ডিং সমূহে বাইনোকুলারসহ পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সাস্কৃতিক সংগঠন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয় (কালেক্টরেট চত্বরে) টাউন হল ময়দান ও কালেক্টরেট পার্ক,সরকারী এমএম কলেজসহ সকল স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান,সরকারী,আধাসরকারী ও স্বায়ত্বশাতিক এবং বেসরকারী প্রতিষ্ঠান ও অন্যান্য সকল কর্মসূচীতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। নেওয়া কর্মসূচীর মধ্যে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভির্যের সাথে পালনের লক্ষ্যে শহরের দড়াটানা,বকুলতলা, রেজিষ্ট্রি অফিস মোড়,চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড,পুলিশ অফিস এলাকাসহ শহরের গুরুত্বপূর্ন স্থানে ফোর্স মোতায়েন করা হয়েছে।গুরুত্বপূর্ন সড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি পোষাকে ও সাদা পোষাকে ৫ শতাধিক অফিসার ফোর্স মোতায়ের করা হয়েছে।অপরদিকে,বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারী সকাল ৮ টায় হতে দিনব্যাপী বেনাপোল নোম্যান্সল্যান্ডে দুই বাংলার উদ্যোগে বাংলাদেশ ও ভারত সীমান্তে শহীদ দিসব ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন,আলোচনা সভাা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গৃহীত কর্মসূচী সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানাগেছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here