যশোরে মাস্টার ইমান আলীর নবম মৃত্যুবার্ষিকী পালিত

0
420

বিশেষ প্রতিনিধি : কৃষক নেতা মাস্টার ইমান আলীর নবম মৃত্যুবার্ষিকী শুক্রবার দিনব্যাপী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে যশোর শহরের দড়াটানা শহীদ চত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হয়। কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি তোজাম্মেল হোসেন, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল সরকার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও কুষ্টিয়া জেলা সম্পাদক মোক্তারুল ইসলাম মুক্তি, যশোর জেলার সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, কুষ্টিয়া জেলা সম্পাদক পলান বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি শাহরিয়ার আমিবর ও জাতীয় ছাত্রদল যশোর জেলার যুগ্ম-আহ্বায়ক সেঁজুতি শাকিলা। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক বি.এম. শামীমুল হক। সভায় নেতৃবৃন্দ বলেন, মাস্টার ইমান আলী জীবনভর কৃষক-জনতা ও শোষিত জনগণের জন্য লড়াই-সংগ্রাম করেছেন। তার এই সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে কৃষক-জনতাকে তার প্রাণের সংগঠন কৃষক সংগ্রাম সমিতির পতাকাতলে সমবেত করতে হবে। এরআগে সকাল সাড়ে ১০টায় নেতৃবৃন্দ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে মাস্টার ইমান আলীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here