যশোরে মুদি দোকানি ইঞ্জিনিয়ার ইরফান হত্যার ঘটনায় থানায় মামলা

0
130

নিজস্ব প্রতিবেদক : যশোর কারবালার মুদি দোকানি ইঞ্জিনিয়ার ইরফান ফারজী হত্যার ঘটনায় অপিরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার গভীর রাতে নিহতের ভাই রফিকুল ইসলাম ফারাজী এ করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ইরফান ফারজী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করে কারবালার বামনপাড়ায় নিশাদের মোড়ে ‘ফারাজী স্টোর’ নামক দোকানে মুদি ব্যবসা করত। গত ২২ ডিসেম্বর বিকেলে ইরফান তার পিতাকে বাড়ি পাঠিয়ে দিয়ে দোকানে বসে। ৪টার দিকে অপরিচিত ৪/৫ যুবক এসে ইরফানের কাছে চিপস চায়। ইরফান উঠে চিপস দিতে গেলে কিছু বুঝে ওঠার আগে বুকের বাম পাশে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। ইরফানের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসে এবং বাড়িতে সংবাদ দেয়। গুরুতর আহত ইরফানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ সংবাদ পেয়ে আশেপাশে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। পরে লাশ দাফন সম্পন্ন করে আসামিদের সনাক্তের চেষ্টা করে ব্যর্থ হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে তিনি থানায় এ মামলা করেছেন।