যশোরে মুড়ির মিলকে ত্রিশ হাজার টাকা জরিমানা

0
353

বিশেষ প্রতিনিধি: যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি মুড়ির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সোমবার বিকেলে শহরতলীর রাজারহাটে অবস্থিত বিসমিল্লাহ ফ্রেশ মুড়ি মিলে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, অভিযানকালে দেখা যায় মিলটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আয়োডিনবিহীন লবণ দিয়ে মুড়ি তৈরি করা হচ্ছে।

মিলের কর্মীদের স্বাস্থ্য সনদ নেই, পরিবেশ ও কৃষি বিপণনের ছাড়পত্র নেই কারখানাটির। এছাড়া দুই বছর আগে মেয়াদোত্তীর্ণ হওয়া মুড়ি সদ্য তৈরি মুড়ির সাথে মিশিয়ে বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে মিলটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সঙ্গে কারখানাটির দশ মণ মুড়ি ধ্বংস করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here