যশোরে মেয়েদের দু’মাস ব্যাপি আবাসিক ফুটবল প্রশিক্ষণ শুরু

0
422

ক্রীড়া প্রতিবেদক : যশোরে অনূর্ধ্ব-১৬ বালিকাদের দু’মাস ব্যাপি আবাসিক ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার বিকেলে শামস্-উল-হুদা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
যশোর জেলা ফুটবল ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অবসরপ্রাপ্ত আইজিপি মোহাম্মদ আব্দুর রউফ ও ফিফা কাউন্সিল মাহফুজা আক্তার কিরণ।
জেলা ফুটবল অ্যাসেসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সঞ্চলনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ও ইউনিসেফের কর্মকর্তা ইফতেকার আহমেদ চৌধুরী।
যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে দু’মাস ব্যাপি এ প্রশিক্ষণে দেশের ১৯ জেলা থেকে ৮৩ জন বালিকা অংশ নিচ্ছে।