যশোরে মোটর সাইকেলের ভূয়া রেজিষ্ট্রেশন সননের বিরুদ্ধে মামলা

0
387

বিশেষ প্রতিনিধি : ভূয়া মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন ও কর পরিশোধের সনদ নিয়ে মোটর সাইকেল চালনার অভিযোগে আজিজুর রহমান নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যশোর সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট তাজুল ইসলাম বাদি হয়ে রোববার রাতে মামলাটি দায়ের করেন।মামলার আসামী হচ্ছে,যশোর চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের হাতেম আলীর ছেলে আজিজুর।
দায়েরকৃত এজাহারে সার্জেন্ট তাজুল ইসলাম উল্লেখ করেন,গত ২৮ মার্চ সকালে তিনি যশোর শহরের মনিহার মোড় মনিহার সিনেমা হলের পাশে মোটর সাইকেল যানবাহন তল্লাশীর চেকপোষ্ট বসান । বেলা ১১ টায় আজিজুর বাজাজ অটো লাল রংয়ের মোটর সাইকেল যাহার নং (যশোর-১২-৭৬৫৩) নিয়ে উক্ত চেকপোষ্টে দাঁড়ান। কাগজপত্র দেখতে চাইলে তৎক্ষনিক দেখাতে ব্যর্থ হয়। পরবর্তীতে উক্ত মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন ও কর পরিশোধের কাগজপত্র যাহার মালিক যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের মৃত আবু সৈয়দের ছেলে মনিরুল উল্লেখ রয়েছেন। উক্ত কাগজ জাল বলে সন্দেহ হয়। কাগজ পত্র যাচাই বাছাইয়ের জন্য যশোর বিআরটিএ দপ্তরে স্মারকে পাঠান। উক্ত স্মারকে প্রতিবেদনে বলা হয় উক্ত কাগজপত্র ভূয়া এবং মোটর সাইকেলের মালিকা সংক্রান্ত প্রতিবেদন বলা হয় যশোর কুলটিয়া মষিহাটি হরেন্দ্র নাথ মন্ডলের ছেলে চন্দ মন্ডল নাম রয়েছে। বিধায় তৎক্ষনিক সার্জেন্ট কর্তৃক মোটর সাইকেলের চালক আজিজুর রহমান ভূয়া রেজিষ্ট্রেশন ও কর পরিশোধের সনদ দিয়ে মোটর সাইকেল চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোটর সাইকেলটি পুলিশ লাইনে জব্দ রয়েছে। তবে আজিজুর গ্রেফতার হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here