যশোরে যৌতুকের টাকা দাবি করে নির্যাতনের অভিযোগে মামলা

0
471

বিশেষ প্রতিনিধি : যৌতুকের দাবিতে গৃহবধূ সখিনা আক্তারকে নির্যাতনের মুখে মারপিট করে বাড়ি হতে তাড়িয়ে দেওয়ার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বামী,সতীন,দেবর,শাশুরী ও নুন্দাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আবুল খায়েরের মেয়ে সখিনা আক্তার। আসামীরা হচ্ছে, স্বামী শেখ সেলিম আহম্মেদ,সতীন জরিনা আক্তার,দেবর নাসির,শাশুরী আছিয়া বেগম ও নুন্দাই বেনাপোল পোর্ট থানার পাটবাড়ি আশ্রম মোড়ের মতিয়ার রহমানের ছেলে নজরুল ।
গৃহবধূ সোমবার তার দায়েরকৃত মামলায় উল্লেখ করেন, বিগত ২০০৯ সালের ১৬ মার্চ তার সাথে যশোর নতুন উপশহর সি ব্লক বাসা নং ১৩ বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে শেখ সেলিম আহম্মেদের সাথে বিয়ে হয়। বিয়ের পর সখিনা আক্তারের গর্ভে দু’টি সন্তান জন্ম গ্রহন করেন। স্বামী উল্লেখিত আসামীদের সহায়তায় ২লাখ যৌতুক দাবি করে। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে সখিনা আক্তারের উপর নির্যাতন শুরু করে। স্বামী প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই জরিনা আক্তারকে ২ বছর পূর্বে বিয়ে করে বাড়িতে তোলে। স্বামী ও উল্লেখিত আসামীদের সহায়তায় দাবিকৃত যৌতুকের টাকা জন্য পুনরায় নির্যাতন শুরু করে। সখিনা আক্তারের পিতৃলয় গত বছর ১৫ মে ১লাখ ৩০ হাজার টাকা যৌতুক হিসেবে প্রদান করে। যৌতুকের টাকা পেয়ে কিছুদিন পর পুনরায় বাকী ৩০ হাজার টাকা দাবি করে গত ২৩ মে সকাল ১০ টায় উল্লেখিত আসামীদের সহায়তায় এলোপাতাড়ী ভাবে মারপিট করে বাড়ি হতে তাড়িয়ে দেয়। গৃহবধূ সখিনা আক্তার বাপের বাড়িতে গিয়ে সেখান থেকে হাসপাতালে চিকিৎসা নিয়ে মা বাবার সাথে আলাপ আলোচনা করে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় এজাহার দায়ের করতে বাধ্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here