যশোরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে কুপিয়ে জখম

0
421

নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে গৃহবধূ লিপিকা খাতুন (৩০) কে এলোপাতাড়ি ভাবে কুপিয়েছে। ঘটনাটি যশোরের মনিরামপুরের চাকলা গ্রামে। তিনি জিন্নাত গাজীর স্ত্রী ও তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিপিকা খাতুন একই উপজেলার মশ্মিমনগর গ্রামের মৃত. আত্তাপ সরদারের মেয়ে।

লিপিকার মা রোকেয়া বেগম সাংবাদিকদের জানান, ১৫ বছর আগে জিন্নাত গাজীর সাথে তার মেয়ের বিয়ে হয়। তাদের বিপ্লব ও ফাহিম রেজা দুটি ছেলে আছে। জিন্নাত ভাড়ায় মটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। বিয়ের সময় ও পরে অনেক যৌতুক দেয়া হলেও সর্বশেষ লিপিকিার বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা নিয়ে আসতে বলে। লিপিকা রাজি না হওয়ায় বৃহস্পতিবার ভোরে ধারালো অস্ত্র দিয়ে লিপিকার পিঠ, দুই হাতের কব্জি, মাথায় এলোপাতাড়ি ভাবে কুপিয়েছে। স্থানীয় লোকজন টের পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার আকলিমা খাতুন বীথি জানান, লিপিকার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
মণিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ সাংবাদিকদের বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here