যশোরে যৌতুকের ২লাখ টাকা দাবিতে নব বধুকে নির্যাতনের অভিযোগে মামলা

0
351

বিশেষ প্রতিনিধি : দুই লাখ টাকা যৌতুক দাবি করে এক নব বধুকে নির্যাতনের এক পর্যায় বাড়ি হতে তাড়িয়ে দেওয়ার ঘটনায় জামাতা ও বিয়াইসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ঘটনাটি যশোর শহরের সিটি কলেজপাড়ার।
সদর উপজেলার বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শাহাদত মোল্যা কোতয়ালি মডেল থানায় বুধবার দায়েরকৃত এজাহারে বলেছেন, তার মেয়ে মোছাঃ সোমাইয়া ওরফে মালা (১৭) যশোর সিটি কলেজে এইচএসসি প্রথম বর্ষে লেখা পড়া করে। তিন মাস পূর্বে সিটি কলেজপাড়ার মোতালেবের ছেলে সন্ত্রাসী প্রকৃতি আল আমিন জোর পূর্বক বিয়ে করে তার বাড়িতে তোলে। জামাই সন্ত্রাসী প্রকৃতি হওয়ায় ভয়ে আইনের আশ্রয় নিতে সাহস পায়নি। এদিকে বিয়ের কিছুদিন পর জামাই আল আমিন তার পিতার সহায়তায় সোমাইয়ার কাছে ২লাখ যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। সোমাইয়ার শ্বশুর মোতালেব ও স্বামী আল আমিন বাপের বাড়ি হতে যৌতুকের ২ লাখ টাকা এনে দিতে বলে। গত ১২ ডিসেম্বর বিকেল ৪ টায় আল আমিন ও তার পিতাসহ অজ্ঞাতনামা ১০/১২জনের সহায়তায়বা সোমাইয়া ওরফে মালাকে যৌতুকের ২লাখ টাকার জন্য এলোপাতাড়ি মারপিট পূর্বক শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। সোমাইয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়। পরে ওই দিন সোমাইয়াকে বাড়ি হতে তাড়িয়ে দেয়। সোমাইয়া বাপের বাড়িতে আসায় আহতর কারণে তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here