যশোরে যৌতুক দাবিতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামীসহ ৭জনের বিরুদ্ধে মামলা

0
362

বিশেষ প্রতিনিধি : যৌতুক দাবি গৃহবধূ লিমা আক্তার (৩০) কে নির্যাতনের অভিযোগে স্বামীসহ ৭জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে,স্বামী যশোর নতুন উপশহর ডি ব্লক বাসা নং ৭৫ এর সিরাজুল ইসলামের ছেলে এমএম আশরাফুল ইসলাম সোহেল,দেবর নাজমুল ইসলাম,শিবলী,ছিনিন,ইতি বেগম,শ্বাশুরী জাহানারা বেগম ও এলিটের স্ত্রী তন্নি আক্তার।
উপশহর এফ ব্লক বাসা নং ৫ এর নজরুল ইসলামের মেয়ে মোছা লিমা আক্তার বাদি হয়ে কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, বিগত ২০০৮ সালে এমএম আশরাফুল ইসলাম সোহেলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে সুমাইয়া নামে এক মেয়ে জন্ম গ্রহন করেন। বিয়ের পর থেকে যৌতুক দাবি করে স্বামী সোহেল ও তার পরিবার নির্যাতন শুরু করে। এক পর্যায় নগদ ২লাখ টাকা ও ৫০ হাজার টাকার বিভিন্ন সাংসারিক মালামাল দেওয়া হয়। এর পর পুনরায় ২লাখ টাকা যৌতুক দাবি করে। দিতে অপরাগতা প্রকাশ করলে তার উপর সোহেলসহ পরিবারের সবাই নির্যাতন শুরু করে। গত ১২ এপ্রিল রাত সাড়ে ৮ টায় নির্যাতনের এক পর্যায় বাড়ি হতে বের করে দেওয়া হয়। এ ব্যাপারে যৌতুক আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here