যশোরে রোড ডাকাতিকালে অস্ত্রগুলিসহ ডাকাত গ্রেফতারের ঘটনায় দু’টি মামলা

0
472

বিশেষ প্রতিনিধি : ডাকাতি প্রস্তুুতিকালে কোতয়ালি থানা পুলিশ হাঁস লিটন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এ সময় ধৃত ডাকাত ও সহযোগীদের ফেলে যাওয়া অস্ত্র গুলি হাসুয়া,চাইনিজ কুড়াল ও ২৬ হাত দঁড়ি উদ্ধার করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালি থানার এসআই আমিনুর রহমান বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,সোমবার দিবাগত গভীর রাত সোয়া ১ টার সময় গোপন সূত্রে খবর পান যশোর ঝিনাইদহ মহাসড়কের বড় হৈবতপুর গোলপাতা মোড় নামকস্থানে রাস্তায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছে একদল সশস্ত্র ডাকাত। উক্ত সংবাদের ভিত্তিতে রাত দেড় টার পর পর ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে ডাকাত সদস্য যশোর সদর উপজেলার বিরামপুর কালীতলা এলাকার আব্দুল জলিল ড্রাইভারের ছেলে হাঁস লিটনকে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী সদর উপজেলা শানতলার মৃত নওশের আলীর ছেলে স¤্রাট,পালবাড়ী মোড় নতুন খয়েরতলার আবুল খায়ের ওরফে মনু ফকিরের ছেলে ডাকাত হাসান,খড়কী কলাবাগান পাড়ার ফায়েকের ছেলে সাগর,রমজান,একই এলাকার বাশারের ছেলে তুহিন,শংকরপুর আশ্রম রোডের ধলু মিয়ার ছেলে সোহাগ,একই এলাকার আতিয়ার রহমানের ছেলে বনি,চৌগাছা উপজেলার আফরা গ্রামের মঙ্গল কসাইয়ের ছেলে মামুন,সদর উপজেলার দৌলত দিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে রেজাউল,হামিদপুর গ্রামের মৃত মোকছেদ বিশ্বাসের ছেলে এখতিয়ার রহমান ও সালতা (শ্যামনগর) গ্রামের মৃত ফকির সরদারের ছেলে ইউনুচ আলী ওরফে ইনুসহ অজ্ঞাতনামা ৩/৪জন পালিয়ে যায়। এ সময় হাঁস লিটন ও তার সহযোগীদের ফেলে যাওয়া একটি ওয়ান স্যুটারগান,১রাউন্ড গুলি,২টি হাসুয়া,২টি চাইনিজ কুড়াল,২৬হাত দঁড়ি উদ্ধার করে। হাঁস লিটন পুলিশের কাছে পালিয়ে যাওয়ার তার সহযোগীদের নাম প্রকাশ করে বলে উক্ত এসআই এজাহারে উল্লেখ করেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত হাঁস লিটনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here