যশোরে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মুলক আলোচনা সভা অনুষ্ঠিত

0
499

বিশেষ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকালে টাউন হল ময়দানে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচায্য, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, সিভিল সার্জন ড. দিলীপ কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা অ্যাড. কাজী আব্দুস শহীদ লাল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপের কেন্দ্রীয় নেতা অ্যাড. এনামুল হক, আইডিইবির সভাপতি ইঞ্জি. আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা অ্যাড. সালেহা বেগম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, মহিলা পরিষদের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচায্য, কমিউিনিষ্ট পার্টির যশোর জেলা শাখার সভাপতি অ্যাড. আবুল হোসেন। এর আগে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন সাংস্কৃতিক সংগঠন শ্রুতি যশোর, নন্দন যশোর, অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদ, স্বরলিপি সঙ্গীত একাডেমি, মাইকেল সঙ্গীত একাডেমির দিলীপ কুমার রায় ও মানিক চন্দ্র, শিল্পকলা একাডেমির জ্যোতি, তাসদিদ জুবায়ের, সরগম সঙ্গীত একাডেমি, কিংশুক সঙ্গীত শিক্ষাকেন্দ্র আনোয়ারুল করিম সোহেল, গুলশান আরা পারভীন শেফা, তীর্যক যশোর, উদীচী যশোরের ওয়াজীহান তাসনিম, সহীফা ইসলাম আঁচল অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি মো. সামসুজ্জামান, সহ-সভাপতি কবি কাজী রকিবুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক কবি নূরজাহান আরা নীতি। এছাড়া আলোচনা সভা শেষে ডায়মন্ড এর নাটক মঞ্চস্থ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here