যশোরে শহীদ সিরাজ উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের কাছে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির পরিচয় চাঁদাদাবি

0
315

এম আর রকি : যশোরের বাঘারপাড়া উপজেলার শহীদ সিরাজ উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ কর্মরত শিক্ষকদের কাছে মোবাইলে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির পরিচয় দিয়ে চাঁদা দাবি করার ঘটনায় শিক্ষকেরা আতংকের মধ্যে দিনাতিপান করছে। তবে অধ্যক্ষ চাঁদা দাবি করা মোবাইল নাম্বার উল্লেখ করে পুলিশের অভিযোগ দায়ের করলেও শিক্ষকেরা রয়েছে চরম আতংকের মধ্যে। এ তথ্য বিভিন্ন সূত্রের।
উক্ত কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ বিভাগের শিক্ষক পঙ্কজ কুমার নন্দী জানান, প্রায় এক সপ্তাহের পূর্বে একটি বাংলা লিংক মোবাইল থেকে শহীদ সিরাজ উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজার নাম্বারে ফোন করে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির নেতা পরিচয় দিয়ে এক ব্যক্তি মোবাইল করে ৫লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাননাশের ঘটানোর হুমকী দেয়। এর সপ্তাহ খানেক পর উক্ত কলেজের পর্যায়ক্রমে শিক্ষকদের মোবাইল নাম্বারে উক্ত বাংলা লিংকসহ বিভিন্ন কোম্পানীর নাম্বার থেকে ফোন করে বলা হয় তিনি পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা। তাদের পার্টির বিভিন্ন সদস্য বিভিন্ন স্থানে আহত অবস্থায় রয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়ার প্রয়োজন। চিকিৎসা দিতে হলে তাদের পিছনে প্রচুর পরিমানের টাকা দরকার। অথচ তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য টাকা দিতে হবে। টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে হত্যা করার হুমকী দেয়। একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান,সম্প্রতি একটি নাম্বার থেকে উক্ত কলেজের করোনিকের নাম্বারে ফোন করে বলা হয় শিক্ষা মন্ত্রনালয় থেকে বলা হচ্ছে। উক্ত কলেজে কোন কোন শিক্ষক রয়েছে তাদের ব্যাপারে সরকার অনুদানসহ পদক্ষেপ গ্রহনের জন্য নাম্বার প্রয়োজন। উক্ত ব্যক্তির মোবাইল থেকে শিক্ষকদের মোবাইল নাম্বার চাওয়ায় করোনিক উক্ত কলেজে যে শিক্ষক দায়িত্ব পালন করছেন তাদের নাম্বার গুলি দিয়ে দেন। উক্ত নাম্বার পাওয়ার পর পর্যায়ক্রমে শিক্ষকদের ব্যক্তিগত মোবাইল ফোনে ফোন করে নিজেকে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়। একজন শিক্ষকের মোবাইল ফোন ফোন দিয়ে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির পরিচয় দেওয়ার পর তিনি মোবাইল ফোনটি কেটে দিয়ে বন্ধ করে দেন বলে জানান। এদিকে,মোবাইল ফোনে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির পরিচয় দিয়ে শহীদ সিরাজ উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ অন্যান্যদের শিক্ষকদের ব্যক্তিগত মোবাইল ফোনে ফোন করে পার্টির পরিচয় দিয়ে চাঁদা দাবির পর শিক্ষকেরা চরম আতংকের মধ্যে দিনাতিপাত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here