যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোর হত্যার তদন্ত প্রতিবেদন জমা

0
320

নিজস্ব প্রতিবেদক : যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যার ঘটনায় ৮টি পর্যবেক্ষণ ও ১০টি সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত কমিটি। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের সচিবের কাছে ইমেইলে ২৭ পৃষ্ঠার প্রতিবেদন পাঠিয়ে দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ। তিনি জানান, ঘটনার কারণ ও পরবর্তী যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছিল কিনা সে বিষয়টি তুলে ধরা হয়েছে। এরআগে সমাজসেবা অধিদফতর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হত্যাকান্ডের ঘটনায়, কেন্দ্রটির কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও গাফেলতির বিষয়টি উল্লে করা হয়।
গত ১৩ আগস্ট আনসার সদস্যের চুল না কাটায় বিচারের নামে ১৮ কিশোরকে অমানুষিক নির্যাতন করা হয়। এতে তিন কিশোর নিহত হয়। এ ঘটনায় নিহত কিশোর রাব্বির বাবার করা মামলায় কেন্দ্রটির পাঁচ কর্মকর্তা ও ৮ বন্দি কিশোরকে আটক করা হয়।