যশোরে শেষ হলো দুই দিনব্যাপী উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠাবার্ষিকী

0
324

বিশেষ প্রতিনিধি : চলছি তো অবিরাম মানুষের মিছিলে লড়ছি তো মুক্তির শপথে’এই প্রতিপাদ্যে যশোরে পালিত হয়েছে দুই দিন ব্যাপী বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্র্ষিকী। এ উপলক্ষে শেষদিনে গান, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৪২টি ইভেন্টে ১৫০ টি স্কুলের ১৫০০ শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
সোমবার সন্ধ্যায় শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরুস্কার বিতরন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উদীচী জেলা সংসদের সভাপতি ডি এম শহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ¬ব। অনুষ্ঠানে যশোরের সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here