যশোরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

0
241

নিজস্ব প্রতিবেদক : নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ কর্মসূচিতে জোটভুক্ত সকল সংগঠনের নেতাকর্মিসহ সাধারণ পথচারীরাও হাতে হাত ধরে অংশ নেয়। এসময় সংক্ষিপ্ত প্রতিবাদী সভা নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী নারীর প্রতি যে সহিংসতা চলছে তা কখনো সুস্থ সমাজ ব্যবস্থায় চলতে পারে না। নেতৃবৃন্দ বলেন, ধর্ষক এবং ধর্ষকদের আশ্রয়, প্রশ্রয়দাতা সকলকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর এর সর্বোচ্চ শাস্তি হতে হবে ফাঁসি। এসময় ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার জন্যে সকলের প্রতি আহবান জানানো হয়।

এ মানববন্ধনে জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারুর সভাপতিত্বে এবং রওশন আরা রাসুর সঞ্চলনায় বক্তব্য রাখেন জয়তী সোসায়েটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, সাংস্কৃতিক সংগঠন সুরধুনির সভাপতি হারুন অর রশিদ, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু, উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরু, মহিলা পরিষদের নেত্রী কামরুন্নাহার কনা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেষ দত্ত, সাংস্কৃতিক কর্মী আলমগীর বাবু, মুসলিমা আক্তার মৌ, শিখা বিশ^াস প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।