যশোরে সেনা সদস্য মৃত্যু ঘটনায় কার্গোভ্যানের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা

0
368

বিশেষ প্রতিনিধি: যশোরে সেনা কর্পোরাল আব্দুল বারেক (৩৬) কে চাপা দিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। সোমবার রাতে মামলাটি করেছেন কোতয়ালি থানার এসআই শেখ হাবিবুর রহমান।
আসামিরা হচ্ছে, যশোর সদর উপাজেলার নূরপুর গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে কর্গো চালক মাহবুব আলম এবং হেলপার একই গ্রামের মিকাইল বিশ্বাস ওরফে লিকুর ছেলে জুলফিকার আলী।
এজাহারে উল্লেখ করা হয়েছে, কর্পোরাল আব্দুল বারেক ২ জুলাই বিকেল সোয়া ৪ টায় ক্যান্টমেন্ট থেকে বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে খয়েরতলায় পৌছালে নিউ মার্কেট থেকে ঝিনাইদগামী সামস কার্গোসার্ভিস নামে একটি কার্গোভ্যান (ঢাকা মেট্টো-ট-১১-৯৪০৪) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই কার্পোরাল বারেক মারা যান। এবং কার্গোভ্যানটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে খোঁজ খবর নিয়ে জানাগেছে ওই কার্গোভ্যানে আসামি মাহবুব এবং জুলফিকার ছিলেন। তারা বেপরোয়া গতিতে গাড়িয়ে চালিয়ে সেনা সদস্য বারিককে চাপা দিয়ে মৃত্যু ঘটিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here