যশোরে স্টপেজ দিলে কোনো সমস্যা নেই বললেন, হর্ষবর্ধন শ্রিংলা

0
562

নিজস্ব প্রতিবেদক : খুলনা-কলকাতা যাত্রীট্রেনের যশোরে স্টপেজ দেওয়া-না দেওয়ার বিষয়টি বাংলাদেশের। যতদিন পর্যন্ত খুলনা স্টেশনে ইমিগ্রেশনের ব্যবস্থা না হচ্ছে, ততদিন যশোরে স্টপেজ দিলে কোনো সমস্যা হওয়ার কথা না।
এই কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আজ দুপুরে যশোর রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রিংলা এই কথা বলেন।
তিনি বলেন, খুলনায় শিগগির ভারতীয় উপ-হাইকমিশনারের অফিস খোলা হবে। এটি হলে দক্ষিণাঞ্চলের মানুষের ভারতীয় ভিসাপ্রাপ্তি আরো সহজ হবে।
হাইকমিশনার শ্রিংলা আজ দুপুরে আকাশপথে ঢাকা থেকে যশোর আসেন। তিনি শহরে অবস্থিত রামকৃষ্ণ মিশন ও আশ্রম পরিদর্শন করেন। পরে তিনি মণিরামপুরের মশিহাটিতে সনাতন ধর্মালম্বীদের এক অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন।
রামকৃষ্ণ মিশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here