যশোরে স্বাস্থ্য বিভাগে মালি থেকে প্রশাসনিক পদে চাকুরী করে আব্দুর রউফ শতাধিক কোটি টাকার মালিব বনে এখন অবসর কাটাচ্ছেন!

0
362

এম আর রকি : মালি পদে যোগদান করে প্রশাসিন কর্মকর্তা পদে অবসর নিয়ে আব্দুর রউফ বর্তমানে শতাধিক কোটি টাকার মালিক বনে যাওয়া নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। কর্মজীবনে কিভাবে দূর্নীতি ছাড়া বিশাল অর্থবিত্তর মালিক বনে গেছেন তা এলাকাবাসীদের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। আব্দুর রউফের অর্থ বিত্তের মালিক হওয়ার পিছনে কি ধরনের কর্মকান্ড কাজ করেছেন তা খুছতে সরকারের দূর্নীতিদমন কমিশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তার আত্মীয়স্বজনেরা।
নাম প্রকাশ না করার শর্তে তার নিকটতম আত্মীয়স্বজন জানান,যশোরের ঝিকরগাছা উপজেলার সোনাকুর বাগ আঁচড়া গ্রামের মৃত আফসার উদ্দীন মুন্সীর ছেলে আব্দুর রউফ ঝিকরগাছা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত ৮৩/৮৪ সালে মালি পদে চাকুরী প্রবেশ করেন। এরপর তিনি অফিস সহকারী পদে পদোন্নতি পেয়ে যশোর সিভিল সার্জন অফিস, তার পর যশোর টিবি ক্লিনিকে । সেখান থেকে তিনি সাতক্ষীরা জেলার কলারোয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চমান সহকারী পদে চাকুরী করার এক পর্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একাউন্টেন পদে যোগদান করেন। সেখানে এক টানা বছর কয়েক যাবত রাতারাতি শতাধিক কোটি টাকার মালিক বনে যান। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনের সুযোগে তিনি সেখানে তার কর্ম জীবনে তৎকালীন স্বাস্থ্য মন্ত্রীর আর্শিবাদ পুষ্ট দাবি করে সরকারী অর্থ ঠিকাদারদের মাধ্যমে নিজের পকেটস্থ করেছেন। তিনি মূলত ঠিকাদারদের সাথে যোগসাজস করে সরকারের শতশত কোটি টাকার দূর্নীতি কর্মকান্ডর সাথে জড়িয়ে পড়লেও তিনি সব সময় থেকে যান ধরা ও ছোয়ার বাইরে। তৎকালীন স্বাস্থ্য মন্ত্রীর আমলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী অর্থ বরাদ্ধের যে দূর্নীতি হয়েছে তার অন্যতম ছিলেন তৎকালীন হিসাব রক্ষক আব্দুর রউফ। তিনি নিজেকে সরাসরি যুক্ত না করে ঠিকাদার প্রতিষ্ঠানের নামে কাজ ভাগিয়ে নিতে নানা কৌশল চালিয়েছেন বলে সূত্রগুলো বলেছেন। পরবর্তীতে বর্তমান সরকার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তদন্ত করে দূর্নীতির মহোৎসব পেলেও তখনও আব্দুর রউফ থেকে যায় ধরা ছোয়ার বাইরে। তবে বর্তমানে তার নামে ও বেনামে যে সম্পদ দেশের বিভিন্ন জেলা শহরে ও ব্যাংকগুলোতে ব্যালেন্স রয়েছে তা তদন্ত করতে তিনি এর সদুত্তর দিতে পারবেন না বলে সূত্রগুলো দাবি করেছেন। বর্তমানে আব্দুর রউফ অবসর দিন কাটাচ্ছেন তার দূর্নীতির মাধ্যমে গড়ে তোলা অর্থ বিত্তর মধ্য দিয়ে। সূত্রগুলো দাবি করেছেন,তিনি দূর্নীতি মধ্যেমে উপার্জিত অর্থ দিয়ে যশোর শহরের বেজপাড়া মেইন রোডে সাড়ে ৭ কাটা জমির উপর বাড়ি নির্মান করেছেন। সেখানে তার প্রথম স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। এছাড়া,পুলেরহাটে ৩টি বাড়ি,গ্রামের বাড়িতে ১টা বাড়ি ৩বিঘার উপর যা বাউন্ডারী করে সেখানে একটি মসজিদ করে দিয়েছেন। প্রথম স্ত্রী থাকা সত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করে জীবনকে আনন্দময় করেও ১৭ সালে তিনি দ্বিতীয় স্ত্রীর অনুমতি ছাড়া তৃতীয় বিয়ে করেছেন। বর্তমানে তৃতীয় স্ত্রী নাসরিণ আক্তারের সাথে রঙিন জীবন পার করছেন। দ্বিতীয় স্ত্রী আব্দুর রউফের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন নড়াইল আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলা ধামা চাপা দিতে আব্দুর রউফ নানা চেষ্টা চালিয়েছেন। সূত্রগুলো আরো বলেছেন,দূর্নীতির মাধ্যমে গড়ে তোলা কয়েক শত কোটি টাকার মালিক আব্দুর রউফ বিমানে যাতায়াত করে থাকেন। আব্দুর রউফের বিরুদ্ধে তদন্ত করলে বেরিয়ে আসবে তার অবৈধভাবে উপার্জিত অর্থ বিত্তর উৎস। আব্দুর রউফের কাছে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন অভিযোগ সত্য নয়।