যশোরে সড়ক দুর্ঘটনায় ‌‌দুইজন নিহত

0
223

নিজস্ব প্রতিবেদক : যশোরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো দুইজন আহতবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় যশোর-ঝিনাইদহ সড়কের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এই সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন, ঝিনাইদহের আরিপপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে থ্রি হুইলার চালক রুহুল আমিন (৩২), আব্দুল কাদেরের ছেলে ইউসুফ আলী (৪০)। আহতরা হলেন, একই গ্রামের মোনায়ার হোসেন (৫৬) ও আব্দুল বারেকের ছেলে সোহবার হোসেন (৪৫)।

আহত সোহরাব হোসেন জানান, শনিবার বিকালে পিকনিকের গাড়ি ভাড়া করতে থ্রি-হুইলার যোগে হতাহতরা নয় জন যশোরে আসেন। সন্ধ্যায় তারা ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজী নজরুল ইসলম ডিগ্রি কলেজের সামনে আসলে পিছন একটি মালবাহী ট্রাকের সাথে তাদের থ্রি-হুইলারে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইউসুফ আলীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত থ্রি হুইলার চালক রুহুল আমিন (৩২), মোনায়ার হোসেন (৫৬) ও সোহবার হোসেনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা রাত ছয়টা ১৫ মিনিটে থ্রি হুইলার চালক রুহুল আমিনের মৃত্যু হয়।

জরুরি বিভাগের ডাক্তার জসীম উদ্দীন জানান, আহত দুইজনের অবস্থা গুরুতর । তাদের সার্জারি ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।