যশোরে সয়াবিন তেলের অবৈধ মজুদ, জরিমানা গুনলেন ব্যবসায়ী

0
195

নিজস্ব প্রতিবেদক : যশোরে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে রাখার অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার শহরের এইচএমএম রোডের এনএস স্টোরে এ জরিমানা করা হয়।
পেশকার শেখ জালাল উদ্দিন জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীনের নেতৃত্বে শহরের এইচএমএম রোডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ওই রোডের এনএস স্টোরে তল্লাশি চালিয়ে ২৩ কার্টন বোতলজাত সয়াবিন অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ কারণে কৃষি বিপণন আইনে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান ইসলামের নেতৃত্বে একইদিন আরেকটি ভ্রাম্যমাণ আদালত শহরের হাটখোলা রোডে অভিযান চালায়। এ সময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দেব স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।