যশোরে হত্যার উদ্দেশ্যে গলায় কেটে দেওয়ার অভিযোগে মামলা

0
514

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার সকালে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া প্রাইমারী স্কুলের বিপরীত পাশে এক বাড়িতে সন্ত্রাসী সাগরের ধারালো অস্ত্রের আঘাতে আবু জাফর (৩২) গুরুতর আহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন,সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ইছাপুর গ্রামের বর্তমানে শহরের শংকরপুর জমাদ্দার পাড়া জনৈক হাজ্বী রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আব্দুল গফুর গাজী।
দায়েরকৃত এজাহারে বলেছেন, আবু জাফর বিস্কুট ও চানাচুরের ব্যবসা করতেন। বেনজীর আহম্মেদ সাগর ছিল তার ব্যবসায়ীক পাটনার। সাগরের কাছে ব্যবসায়ীক হিসাব নিকাশ চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা হলে আবু জাফর ব্যবসায়ীক পার্টনার বিচ্ছিন্ন করে নিজেই চাঁচড়া রায়পাড়া প্রাইমারী স্কুলের বিপরীতে পাশে শরিফুল ইসলামের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে ব্যবসা শুরু করে। সাগর আবু জাফরকে পুনরায় ব্যবসায়ীক পার্টনার নিতে বলে। আবু জাফর নিতে রাজী না হওয়ায়তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গত মঙ্গলবার সকালে আবু জাফর তার প্রতিষ্ঠানে অবস্থান কালে হঠাৎ পূর্ব শত্রুতার কারনে সাগর এসে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। আবু জাফর চিৎকার দিলে সাগর তাকে ফেলে দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সাগনকে গ্রেফতার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here