যশোরে হাম-রুবেলার টিকা পাচ্ছে ৬ লক্ষাধিক শিশু

0
304


নিজস্ব প্রতিবেদক: যশোরে আগামী ১২ ডিসেম্বর থেকে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হচ্ছে। আর চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। ৩ সপ্তাহের পরিবর্তে এবার ৬ সপ্তাহ টিকাদান কার্যক্রম পরিচালনা হবে। যশোর পৌরসভা ও ৮ উপজেলার ৬ লাখ ২২ হাজার ৮শ’ ৮৭ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৯ মাস থেকে ১০ বছর বয়সের শিশুরা টিকার আওতায় থাকবে।

বুধবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এই তথ্য জানান। এসময় হাম-রুবেলা নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দীন প্রমুখ। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, হাম-রুবেলা ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ব্যক্তির মাঝে হাঁচি-কাশির মাধ্যমে এ রোগ অতি দ্রুত ছড়ায়। হাম যেকোনো বয়সে হলেও শিশুদের মাঝে এর প্রকোপ অত্যন্ত বেশি দেখা যায়। হামের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্ব, কানপাকাসহ বিভিন্ন রোগ হয়ে থাকে। ১২ ডিসেম্বর হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধনের পর যশোর পৌর ও ক্যান্টনমেন্ট এলাকায় টিকা দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে উপজেলাগুলোতে টিকাদান কর্মসূচি ক্যাম্পেইন বসানো হবে। এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন বসানো হবে না।