যশোরে হিজড়াদের পরামর্শ সভা অনুষ্ঠিত

0
325

বিশেষ প্রতিনিধি : হিজড়া জনগোষ্ঠীর সংগঠন অর্পণ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোসলেম শেখ বাবু।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. দিলিপ কুমার রায়, সমাজেসবা অধিদপ্তরের সহকারী পরিচালক আশাদুল ইসলাম, পৌর কাউন্সিলর সন্তোষ দত্ত, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামান, অ্যাডভোকেট তাহমিদ আকাশ, এডাবের সদস্যসচিব শাহজাহান নান্নু, হিজড়া নেত্রী তাপসী দে, স্বর্ণা সুলতানা প্রমূখ। সভায় হিজড়ারা বলেন, এই সমাজে মানুষ হিসেবে তারা খুবই অবহেলিত। সরকারি বিভিন্ন সেবাপ্রদানকারী সংস্থা থেকে কাঙ্খিত কোনো সুবিধাই তারা পান না। পদে পদে তারা লাঞ্ছিত হন । উপহাস করা হয় তাদের। দেশের নাগরিক হলেও মাথা গোঁজার নেই কোনো স্থায়ী ঠাঁই। হিজড়া গোষ্ঠীর নেতা আঞ্জু (আঞ্জুয়ারা) বলেন, সাধারণ মানুষের চোখ না থাকলে অন্ধ হয়। কিন্তু আমাদের চোখ থাকলেও অন্ধ হয়ে থাকতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here