যশোরে ১২ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

0
90

নিজস্ব প্রতিবেদক : গত বৃহস্পতিবার থেকে যশোর শহরস্থ জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে যশোরের নাট্য সংগঠন থিয়েটার ক্যানভাস এর আয়োজনে আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ১২ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হয়। যশোর-৫ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য যশোর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে প্রদীপ জ্বালিয়ে উক্ত নাট্যোৎসবের উদ্বোধন করেন।
১২ দিনব্যাপী আন্তর্জাতিক এনাট্যোৎসবে ঢাকার ৯ টি এবং যশোর,মৌলভীবাজার ও ভারতের ১ টি করে মোট ১২ টি নাট্যদল তাদের নাটক পরিবেশন করবেন। উৎসবের প্রথম দিনে ঢাকার আহির বাংলা নাট্যদলের প্রযোজিত ‘জয়তুন বিবির পালা’ নাটকের মাধ্যমে যশোরে আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হয়। উল্লেখ্য আগামী ২১ জানুয়ারি ২৯ সদস্য বিশিষ্ট ভারতের একটি নাট্যদলের সদস্যগণ নাট্যোৎসবের জন্য যশোরে আগমন করবেন। তারা আগামী ২২শে জানুয়ারি যশোর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে নাটক প্রদর্শন করবেন। #