যশোরে ১৪২৪ বঙ্গাব্দ বরণের দাওয়াতপত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চারুপীঠ, পুরস্কারের টাকা অসুস্থ শিল্পী সোহেল প্রাণনকে প্রদান

0
437

নিজস্ব প্রতিবেদক : যশোরে ১৪২৪ বঙ্গাব্দ বরণের দাওয়াতপত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনটি সংগঠনের প্রথম হয়েছে চারুপীঠ আর্ট অ্যান্ড রিসার্স ইনস্টিটিউট। দ্বিতীয় হয়েছে সাংস্কৃতিক সংগঠন শেকড় যশোর এবং তির্যক যশোর তৃতীয় স্থান অর্জন করেছে । প্রেসক্লাব যশোরের উদ্যোগে ও স্বর্ণলতার সহযোগিতায় মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৪২৪ বঙ্গাব্দ বরণের দাওয়াতপত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনটি সংগঠনকে পুরস্কৃত করা হয়। এবার তাদের প্রাপ্ত পুরস্কারের অর্থ যশোরের অসুস্থ চিত্রশিল্পী সোহেল প্রাণনের চিকিৎসার জন্য প্রদান করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক সভাপতি একরাম উদ-দ্দৌলা, মিজানুর রহমান তোতা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, মনোতোষ বসুসহ আরো অনেকে।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান, স্বর্ণলতা জুয়েলার্সের কর্ণধার মীর মোশাররফ হোসেন বাবু, শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, পুনশ্চ যশোরের প্রতিষ্ঠাতা অধ্যাপক সুকুমার দাস, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহসান কবীর, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সেক্রেটারি সাজ্জাদ কামাল, তির্যক যশোরের সেক্রেটারি দিপঙ্কর দাস রতন, নন্দন যশোরের তহীদ মনি ও ডি এইচ দিলসান, স্পন্দন যশোরের শরিফুল ইসলাম, নন্দন, ভৈরবসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here