যশোরে ১৪ দলের সমন্বয়ক আইনজীবী এনামুল হকের বাড়িতে চুরি সংঘঠিত

0
431

বিশেষ প্রতিনিধি: ১৪ দলের যশোরের সমন্বয়ক এ্যাডভোকেট এটিএম এনামুল হকের বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ সাড়ে ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

যশোর শহরের পুরাতন কসবা নিরিবিলি এলাকার বাসিন্দা এটিএম এনামুল হক বুধবার কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, গত ১৬ জুলাই রাত ১১ টায় তিনি ১৪ দলের কেন্দ্রীয় মিটিংয়ে অংশ গ্রহনের জন্য ঢাকায় স্বাস্থ্য মন্ত্রী নাসিমের সাথে দেখা করতে যান। এর কয়েকদিন পূর্বে স্ত্রী জাহিদা আক্তার বড় ছেলের ঢাকার বাড়িতে বেড়াতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ১৬ জুলাই রাত ১২ টা হতে ১৭ জুলাইয়ের মধ্যে যে কোন সময় সংঘবদ্ধ চোরেরা বাড়ির ড্রইং রুমের পশ্চিম পাশের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

পরে ঘরের দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে ঘরে ঢুকে আলমারি, ওয়ারড্রপসহ বিভিন্ন ড্রয়ার,শোকেস ভেঙ্গে মালামাল তছনছ করে। এ সময় আলমারিতে থাকা নগদ সাড়ে ৩লাখ টাকা,স্বর্ণের গহনা,দু’টি মোবাইল,রুপার গহনা,১৫ হাজার টাকা মূল্যের শাড়ী কাপড়,বোরকাসহ ৫লাখ ৭৯ হাজার টাকার মালামাল নিয়ে পিছনের কলপাড়ের দরজা খুলে সটকে পড়ে। পরবর্তীতে যশোরে অবস্থানতর রাত আত্মীয়স্বজনদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পেরে যশোর বাড়িতে ছুটে আসে। ঘরে ঢুকে দেখে দরজার হ্যাজবোল্ট ভাঙ্গা,মালামাল তছনছ করা। এ ব্যাপারে তিনি বুধবার ২ আগষ্ট কোতয়ালি থানায় এজাহার দায়ের করলে থানা পুলিশ মামলা হিসেবে নথিভূক্ত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি যাওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here