যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ সৌন্দর্য বর্ধনে গাছের চারা রোপণ

0
404


নিজস্ব প্রতিবেদক: যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। রোববার সকালে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু পরিচালনা কমিটির সদস্যদের সাথে নিয়ে রোপন করেন এই গাছ। গাছগুলোর মধ্যে রয়েছে রংগন চায়না ড্রফ, পানচেটিয়া, সিজিনিয়াম, গ্রিন পাতাবাহার, ডোরেনডা ব্যাজ, বাগান ব্লাস, ফার্সলাভ,পাঞ্চকনা, হাসনাহেনা, কামিনী ও জুঁই।

পরিচালনা কমিটির সদস্য আজাহার হোসেন স্বপন বলেন, লাইব্রেরি ভবনের পাশে আবর্জনা পরিষ্কার করে এই গাছ রোপন করা হয়েছে। এসময় ২শ’ ৬টি গাছ রোপন করা হয় বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সহসভাপতি অ্যাড, আবু সেলিম রানা, অ্যাড. মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আরা রাসু প্রমুখ।