যশোর ইবনে সিনা হাসপাতাল এন্ড কনসালটেন্সি ফমের্সীতে ঔষধের দাম বাড়তি নেওয়ার অভিযোগ

0
350

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের ইবনে সিনা হাসপাতাল এন্ড কনসালটেন্সির ফার্মেসীতে ইনজেকশনসহ বিভিন্ন ঔষদের মূল্য বাড়তি নেওয়ায় গোলযোগ সৃষ্টি হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
যশোর শহরের লোন অফিস পাড়ারস্থ মুকুল হোসেন অভিযোগ করেন, শুক্রবার বিকেলে তার মামি শ^াশুরী হালিমা বেগমের মেরুদন্ডের হাড়ে সমস্যাজনিত কারনে জনতা হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ডায়াবেটিকসসহ অন্যান্য সমস্যা দেখা দিলে তাকে রাতেই ইবনে সিনা হাসপাতাল এন্ড কনসালটেন্সিতে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায়তাকে আইসিওতে রাখা হয়। ভর্তি থাকা অবস্থায় চিকিৎসকগন উক্ত রোগীর জন্য ১২ পদের ঔষধ লিখে দেন। মুকুলের স্ত্রী মাজেদা রহমান নীচতলায় ইবনে সিনার নিজস্ব ফামের্সী থেকে ঔষধগুলো ক্রয় করেন। ঔষদের মোট দাম নেওয়া হয় আড়াই হাজার টাকা। অথচ ওই ঔষধ এবং ইনজেকশনের মোট মূল্য ১২শ’ থেকে ১৩শ’ টাকা। তাদের কাছ থেকে বাড়তি ১২ শ’ টাকা নেওয়া হয়েছে বলে মুকুল দাবি করেন। যেখানে ইনজেশ প্রতিপিস ২৫ টাকা সেখানে দাম নেওয়া হয়েছে ৪৫ টাকা। এ ব্যাপারে মুকুল উক্ত ফার্মেসীতে বেশী মূল্য নেওয়ায় হৈ চৈ শুরু করে। পরিস্থিতি দেখে মুকুলের পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ওই রাতে এসে ফার্মেসীর লোকজন বেশী দাম নেওয়ার বিষয়টি স্বীকার করে বাড়তি নেওয়া টাকা ফেরত দিতে চাই। মুকুলের পরিবার টাকা ফেরত নেইনি। মুকুলের পরিবার ঔষদের ক্যাশ মেমো নিয়ে রেখেছে। তারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরে লিখিত অভিযোগ দেবেন। কেউ জানো তাদের মতো ক্ষতির শিকার না হন। মুকুলের স্ত্রী মাজেদা রহমান অভিযোগ করে বলেন,তার সাথে ফার্মেসীর লোকজন খুব খারাপ আচারণ করেছেন। পুলিশ আসার পর তারা টাকা ফেরত দিতে চাই। পুলিশ আসার আগেই তার সাথে নানা কটু কথা বলেছে। এদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে সাংবাদিকরা উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মফিজুর রহমান তারেক এর কাছে জানতে চাইলে তিনি বলেন,ইনজেকশনের বাজারদর ২৫ টাকা এটা ঠিক। তবে আমরা বেশী দামে কিনি। তাই বেশী দামে বিক্রি করছি। আমাদের কিছুই করার নেই। অন্যান্য ঔষদের দাম বাড়তি নেওয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। ঘটনার ব্যাপারে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সমীর কুমার সরকার বলেন ঘটনার পরপর পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক আছে।