যশোর ইয়াবাসহ গ্রেফতার ৪

0
385

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা ও পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক হাজার ৫২পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়েছে। এ সময় মাদক বহনের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার সীতারামপুর শেখ পাড়া রাজারহাট বর্তমানে শেখহাটি জামরুলতলা বাবুদের বাড়ির ভাড়াটিয়া আব্দুল লতিফের ছেলে সোহেল আরমান ওরফে সোহেল,ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার খামারকান্দি গ্রামের বর্তমানে যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের জুবায়েরের বাড়ির ভাড়াটিয়া মৃত আক্কেল শেখের ছেলে দেলোয়ার হোসেন,শহরের বেজপাড়া আলতাফের মোড়ের মৃত ইউসুফ মিয়ার ছেলে সোনা মিয়া ও সদর উপজেলার সীতারামপুর গামের মৃত শাহাজাহানের মোল্যার ছেলে ইয়াছিন মোল্যা।এ ঘটনায় মাদক আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই দেবাশীষ রায় জানান,বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের মনিহার সিনেমা হলের বিপরীত পাশে রমজানের চায়ের দোকানের সামনে থেকে সোহেল আরমান ওরফে সোহেলকে গ্রেফতার করে। পরে তার দখল থেকে ৫শ’পিস ইয়াবা,এসআই এইচএম মাহমুদ জানান,শুক্রবার সকাল ১০ টার পর শহরের এমকে রোডস্থ উত্তরা ব্যাংকের সামনে থেকে গোপন সূত্রে খবর পেয়ে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫শ’ পিস ইয়াবা,এসআই হাসানুরর রহমান জানান,শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় শহরের রেলরোডস্থ আবাসিক হোটেল শাহিনের সামনে থেকে ইয়াছিন মোল্যাকে গ্রেফতা করে। পরে তার দখল হতে ৫২পিস ইয়াবা উদ্ধার দেখায়। অপর দিকে,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসির বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় শহরের ওয়াবদা রোডস্থ কারবালা মহিলা কলেজের অদূর থেকে সোনা মিয়াকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখায়। এ সময় উক্ত এটিএসআই খড়কী আক্তারুজ্জামান বিকু ও কারবালা ধোপাপাড়ার রহমানের ছেলে রাসেলকে সোনা মিয়ার সাথে ফেনসিডিল মামলায় আসামী করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here