যশোর উপশহরে প্রকাশ্যে বাস হেলপারকে হত্যার অভিযোগে দুই কিশোরসহ তিন জনের নামে আদালতে চার্জশীট ও দোষীপত্র দাখিল

0
571

এম আর রকি : গত বছরের ১২ জুন সকালে যশোর নিউ মার্কেট বাসস্ট্যান্ডের জনতা ব্যাংকের সামনে বাস হেলপার আলামিন খুনের ঘটনায় যশোর সিআইডি জোনের এসআই এসএম আনোয়ার হোসেন দুই কিশোরসহ তিন জনের বিরুদ্ধে দু’টি চার্জশীট দাখিল করেছেন। আসামীরা হচ্ছে, যশোরের বাঘারপাড়া উপজেলা ৪ নং বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়ার জাকির হোসেন খানের ছেলে আলাউদ্দিন খান ওরফে আল আমিন খান ওরফে আলা (২১), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের কাশেম মিয়া রানার ছেলে সোহান মিয়া ওরফে বিপুল (১৭) ও যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার রফিকুল ইসলামের ছেলে ও পালিত পিতা শেখহাটির নজরুল ইসলামের ছেলে রাব্বি (১৪)। সোহান মিয়ার ওরফে বিপুল ও রাব্বি কিশোর অপরাধী হওয়ায় তাদেরকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমানিত হলেও তাদের বিরুদ্ধে পৃথক দোষী পত্র দাখিল করা হয়েছে। অভিযোগ পত্র নং ৫১৬ তারিখঃ ৬/৫/১৮ ইং কোতয়ালি মডেল থানার মামলা নং ৬ তারিখ ২/৭/১৭ ইং ধারা ৩০২/৩৪ পেনাল কোড। দোষীপত্র নং ৫১৬(ক) তারিখঃ ৬/৫/১৮ ইং কোতয়ালি থানার মামলা নং ৬ তারিধঃ ২/৭/১৭ ইং ধারা ৩০২/৩৪ পেনাল কোড।
মামলা বিবারনে জানা যায়, মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী গ্রামের মৃত উজির আলী মোল্যার ছেলে নাজিম উদ্দিনের ছেলে আলামিন একজন মটর শ্রমিক। সে যশোর মাগুরা সড়কে (ঢাকা মেট্টো ১১-০২-২৮২) বাসের হেলপার। গত বছর ২ জুন সকালে সে মাগুরা থেকে যশোর নিউ মার্কেট বাসস্ট্যান্ডের জনতা ব্যাংকের নীচে বাসটি আসার পর বাসের চালক ও সুপার ভাইজার বাসটি রেখে পরবর্তী যশোর থেকে মাগুরা যাওয়ার টিপে যাওয়ার আগে হেলপার আলামিনকে রেখে খাবার হোটেলে যায়। সকাল আনুমানিক সোয়া ৯ টায় পূর্ব শত্রুতার কারনে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে বাসে ঢুকে হেলপার আলামিনকে লাঠি লোহার রড দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে। আলামিন চিৎকার দিলে বাসে চালক ও সুপার ভাইজারসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আলামিনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতির কারনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জুন গভীর রাতে ভর্তি করা হয়। দুপুর দেড়টায় আলামিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আলামিনের পিতা জুন মাসে কোতয়ালি মডেল থানায় মামলা করতে এলে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এজাহার হিসেবে নথিভূক্ত না করায় বাদী আদালতে পিটিশন দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে মামলাটি নথিভূক্ত করার আদেশ দেন। কোতয়ালি মডেল থানা পুলিশ মামলাটি নথিভূক্ত করে উপশহর পুলিশ ক্যাম্পের আইসি এসআই আব্দুর রহিম হাওলাদারকে তদন্তর দায়িত্ব দেন। মামলাটি সিআইডি যশোর জোনে গেলে সেখানে কর্মকর্তা মামলাটি প্রথমে সিআইডিতে কর্মরত এসআই আব্দুল আলীম মোল্যা তার পর এসআই অনুপদাস তার পর এসআই এসএম আনোয়ার হোসেনকে তদন্তর দায়িত্ব দেন। এসআই আনোয়ার হোসেন আসামীদের গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করে। তদন্তকারী কর্মকর্তা অত্র মামলায় বাদী ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন স্বাক্ষী ও আলাউদ্দিন আলার বিরুদ্ধে চার্জশীট ও সোহান বিপুল এবং রাব্বির বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here