যশোর এম এম কলেজের সৌন্দর্য বৃদ্ধিতে হরেক রকমের বৃক্ষরোপন

0
997
সংগৃহীত ছবি।

বিশেষ প্রতিনিধি: সৌন্দর্য বৃদ্ধি করতে বৃহস্পতিবার যশোর সরকারী মাইকেল মধুসূদন (এম এম ) কলেজে হরেক রকমের ফলজ, বনজ ও শোভাবর্ধনকারী বৃক্ষরোপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মিজানুুর রহমান প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার। আয়োজক কমিটির সভাপতি গণিত বিভাগীয় প্রধান প্রফেসর শৈলেশ কুমার রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আব্দুল হাই, নারগিস সুলতানা, আব্দুল হামিদ, অলোক বসু, সহকারী অধ্যাপক মাকছুদা বেগম, মহিউদ্দিন, প্রভাষক শাহজাহান কবীর প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চলনা করেন প্রভাষক মেহেদী হাসান। এদিন কলেজ ক্যাম্পাসে জাম, কাঁঠাল, সফেদা, জামরুল, মেহগনি, স্বর্ণচাপা, হিজল, কৃষ্ণচূড়া, রাঁধাচূড়া, কাঠ করবী, সোনালু, বটল পাম, বটল ব্রাশ, জারুল, ডুরেন্ড, গগন শিরিষ সহ বিভিন্ন প্রজাতের বৃক্ষরোপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here