যশোর এম এম কলেজে ডিএসবি’র ওয়াচারকে মারপিটসহ সরকারি কাজে বাধা ৭ শিক্ষার্থীকে গ্রেফতার পূর্বক মামলা

0
356

বিশেষ প্রতিনিধি : জেলা বিশেষ শাখার ওয়াচার তৌহিদ শিকদারকে মঙ্গরবার দুপুরে এম এম কলেজের আসাদ হল এলাকায় মারপিটের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ওই কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেফতার করে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,আক্তার, মেহেদী হাসান শাওন, রমজান, শিমুল হোসেন, খায়রুজ্জামান লিপ্টন, আশিকুর রহমান আপন, বাশার খান। এ ঘটনায় ওয়াচার তৌহিদ শিকদার বাদি হয়ে গ্রেফতার ও পলাতক আশিক,উজ্জল,রাশেদ , স¤্রাজ ও রাকিবসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, মঙ্গলবার দুপুরে এম এম কলেজের দর্শন বিভাগের নতুন ভবনের চতুর্থ তলার বারান্দায় অনার্স চতুর্থ বর্ষের একজন ছাত্র একজন ছাত্রীকে ইভটিজিং করছে। ইভটিজিংয়ের প্রতিবাদ করতে মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র মোঃ সাদ্দাম হোসেন এগিয়ে আসলে তাকে মারপিটসহ গালিগালাজ করে উক্ত ইভটিজিংরত শিক্ষার্থীরা। এ ঘটনা প্রত্যক্ষ করে জেলা বিশেষ শাখার ওয়াচার তৌহিদ শিকদার এগিয়ে সাদ্দামকে রক্ষা করতে গেলে একজন ইভটিজিং যুবক মাজায় হাত দিয়ে নিজের কাছে অস্ত্র আছে বলে দেখালে তৌহিদ হোসেন ধর ধর বললে গ্রেফতারকৃত যুবকেরা কলেজের আসাদ হলের ডাইনিং ও অধ্যক্ষের বাস ভবনের মধ্য বর্তী স্থান থেকে তৌহিদ শিকদারকে টানা হেচড়া করে আসাদ হলের দিতে নিয়ে যায়। তারা সরকারি কাজে বাধা দিয়ে মারপিট পর্যন্ত করে। পরে তৌহিদ শিকদার চিৎকার দিলে সেখানে ডিএসবির অফিসারসহ অন্যান্যরা এগিয়ে আসার পর থানায় খবর দিলে থানা থেকে পুলিশের কয়েকটি দল এমএম কলেজের আসাদ হলে এসে উক্ত যুবককে গ্রেফতার করে বাকীরা দ্রুত পালিয়ে যায়। বুধবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,উক্ত কলেজের বিভিন্ন বিভাগের অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থী এবং বিভিন্ন জেলা ও উপজেলার বাসিন্দা বলে জানাগেছে।