যশোর কালেক্টরেট চত্বরে নিয়াজ পার্কে যুবক খুনের ঘটনায় মামলা গ্রেফতার-১

0
625

বিশেষ প্রতিনিধি : প্রকাশ্যে যশোর কালেক্টরেট চত্বরে নিয়াজ পার্কে যুবক রনি বাবু (২৩) হত্যা কান্ডের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত যুবকের মাতা আয়শা বাদি এক নারীসহ দু’জনের নাম উল্লেখ্য এবং অজ্ঞাতনামা আরো ২জনের বিরুদ্ধে মামলাটি করেন। আসামীরা হচ্ছে,শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পশ্চিম পাশের মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ,শংকরপুর গোলপাতা মসজিদের কাছে সাবেক কাউন্সিলর নূর নবীর বাড়ির ভাড়াটিয়া আকবারের মেয়ে মোছাঃ অন্তরাসহ অজ্ঞাতনামা ২জন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে আজিম খান নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে শহরের বেজপাড়া পাড়া তালতলা মোড়ের মৃত হযতর আলীর ছেলে।
যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশের আলী হোসেনের স্ত্রী মোছাঃ আয়শা বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন,তার ছেলে রনি বাবু রাজারহাট রেলক্রসিংয়ের পাশে প্লাস্টিক কারখানায় কাজ করে। ফিরোজ ও অন্তরা রনি বাবুর পূর্ব পরিচিত। ১ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪ টায় রনি বাবু ফিরোজের সাথে দেখা করার কথা বলে বাড়ি হতে বের হয়। ফিরোজ,অন্তরা রনি বাবুকে নিয়ে বিকেলে কালেক্টরেট ভবনের নিয়াজ পার্কে আসে। সেখানে বিকেল ৫ টায় অন্তরা রনি বাবুকে জাপটে ধরে। ফিরোজসহ অজ্ঞাতনামা আরো ২ জন ধারালো চাকু দিয়ে রনি বাবুর বাম পায়ে ছুরিকাঘাত করে সিরা কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় রনিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কিছুক্ষণ পর মারা যায়। শুক্রবার রাতে আয়শার দায়ের করার এজাহার নথিভূক্ত হওয়ার পর পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে আজিম খানকে গ্রেফতার করে। শনিবার আজিমকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here