যশোর কেন্দ্রীয় কারাগারের কোয়ার্টারে অগ্নিকা- ৭টি ঘর ভস্মীভূত

0
275

নিজস্ব প্রতিবেদক : যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের কোয়ার্টারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের এই অগ্নিকা-ে অন্তত ৭টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যারাত সাড়ে ৭টার দিকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান সাংবাদিকদের জানান, কারারক্ষী কোয়ার্টারে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
কারাগার সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পেরিয়ে বামপাশে অবস্থিত কারারক্ষীদের এই স্টাফ কোয়ার্টার। সেখানকার টিনশেডের ৭টি ঘরে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকা-ে কেউ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার পরপরই কোয়ার্টারের বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। তবে তাদের আসবাবপত্রসহ ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে যান যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। তিনি সাংবাদিকদের জানান, অগ্নিকা-ের কারণ এখনও উদঘাটন হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যারাকের সাতটি টিনের ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে মানুষের কোনো ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, বন্দিরা নিরাপদে আছে। কারাগারের বাইরে কোয়ার্টারে আগুনে লেগেছে। সেটিও নিয়ন্ত্রণ আছে। সবাই নিরাপদেই আছেন।