যশোর কেশবপুরের আগরহাটি থেকেঅর্থনৈতিক অঞ্চল স্থানান্তরের দাবি

0
367

বিশেষ প্রতিনিধি : যশোর কেশবপুরের আগরহাটি মৌজা থেকে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল স্থানান্তরের দাবি করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তারা। এর আগে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেয়া হয়।
স্বারকলিপিতে বলা হয়, কেশবপুরের আগরহাটি মৌজায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রস্তাব এসেছে। এ মৌজায় ৩ হাজার বিঘা চার ফসলী জমিতে ধান, পাট, শাক-শবজি, মাছসহ বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। যা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। আগরহাটি, খুলনা ডুমুরিয়ার শোলগাতিয়া, চহেড়া, রুদাঘরা গ্রামের মানুষের জীবন জীবিকার একমাত্র ক্ষেত্র এই বিলটি। এখানে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ হলে কয়েক হাজার পরিবার পূর্ব পুরুষের ভিটেবাড়ি ছেড়ে জীবিকা নির্বাহের তাগিতে অন্যত্র যেতে বাধ্য হবেন।সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কালাম হোসেন।
এসময় আগরহাটি গ্রমের সিহাব উদ্দিন মোল্যা, হারুন অর রশিদ, আব্দুল মান্নান বিশ্বাস, আব্দুল মালেক, এনায়েত হোসেন সাগর, আজাদুর রহমান, জিহাদ হোসেন, ফারুক হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here