যশোর কেশবপুর উপজেলায় ভুয়া সনদে ৪ শিক্ষকের চাকরি ঘটনায় তদন্ত কমিটি গঠন

0
416

বিশেষ প্রতিনিধি: যশোরের কেশবপুরে জালিয়াতি সনদে ৪ শিক্ষকের চাকরির ঘটনা ফাঁস হলে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা শিক্ষা অফিস থেকে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৭ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম টুকু জানান, সম্প্রতি কেশবপুরের তেঘরী দারুল উলুম দাখিল মাদ্রাসার কম্পিটারের শিক্ষক মোস্তাফিজুর রহমান, তেঘরী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটারের শিক্ষক আনিচুর রহমান ও একই প্রতিষ্ঠানে কৃষি বিষয়ের শিক্ষক মর্জিনা খাতুন এবং বগা দাখিল মাদ্রাসার কম্পিউটারে শিক্ষক মামুদা খাতুনের বিরুদ্ধে জাল সনদ দাখিল চাকরি করার অভিযোগ উঠে। কেশবপুরের তেঘরী গ্রামের বাসিন্দা বাবর আলী এ সংক্রান্ত অভিযোগ শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করে। এ ঘটনায় জেলা শিক্ষা অফিস থেকে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক জিএম সেলিম ও গবেষণা কর্মকর্তা কানিজ ফাতেমা। তাদের ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here