যশোর কোতয়ালি পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান ৮শ’ ৬৬পিস ইয়াবাসহ গ্রেফতার ৮

0
497

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা পুলিশ গতকাল শনিবার সকালে আলাদা অভিযান চালিয়ে ৮শ’ ৬৬ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় ৮ মাদক বহনকারীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর শহরের সিটি কলেজপাড়ার মৃত দলিল উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম,একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ইনছান মিয়া,নীলগঞ্জ সাহাপাড়া ব্রীজের পাশের আজাদ মোল্যার ছেলে আবির হোসেন,শহরের রায়পাড়া জনির বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহমানের ছেলে ছোট বাবু, বারান্দী মোল্যা পাড়ার আবু সাঈদ মিস্ত্রীর ছেলে নজরুল ইসলাম ওরফে নজু,বারান্দীপাড়া মোল্যাপাড়া বটতলার মৃত হাজী লুৎফর রহমানের ছেলে মাসুদুর রহমান নান্নু ওরফে খোড়া নান্নু,নীলগঞ্জ সাহাপাড়ার রেজাউল করিমের ছেলে মফিজুর রহমান জনি ও সিটি কলেজপাড়া ৩ নং কলোনীর শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম।
কোতয়ালি মডেল থানার এসআই আমিরুজ্জামান জানান,শনিবার দুপুর সোয়া ১ টায় বারান্দীপাড়া মোল্যাপাড়া বাঁশতলা আক্কাস আলীর চায়ের দোকানের সামনে থেকে মাসুদুর রহমান নান্নু ওরফে খোড়া নান্নুকে ১২০পিস ইয়াবা, থানার এক এসআই সকাল সাড়ে ১০ টায় নড়াইর সড়কের ইন্ডিয়ান ভিসা অফিসের সামনে থেকে মফিজুর রহমান জনিকে ১শ’ পিস,এসআই মানিক চন্দ্র গাইন সকাল ৯ টা ১০ মিনিটে নড়াইল সড়কের সিটি কলেজ গেটের পূর্বে উত্তরা মোটরস এর সামনে থেকে সাদ্দাম হোসেনকে ২শ’ পিস,এসআই শ্রী সুকুমার কুন্ডু সকাল সোয়া ৯ টায় সিটি কলেজপাড়া শহিদুল ইসলামের বাড়ির পাশ থেকে শহিদুল ইসলাম ও ইনছান মিয়াকে ২৭৫ পিস,এক এএসআই সাল সাড়ে ৯ টার পর শহরের মনিহার সিনেমা হলের সামনে থেকে আবির হোসেনকে ৫৬পিস,এক এসআই সকাল সাড়ে ১০ টায় রেলগেট হোটেল শাহিরয়ার সামনে থেকে ছোট বাবুকে ৫৫পিস ও এক এসআই দুপুর ২ টায় বারান্দীপাড়া মোল্যা পাড়া বাঁশতলায় নজরুল ইসলাম নজুকে ৬০পিস ইয়াবাসহ গ্রেফতার করে।কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক তদন্ত আবুল বাশার মিয়া জানান,মাদকের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এদের দখল হতে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দুপুরের পর আদালতে সোপর্দ করা হয়।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here