যশোর কোতয়ালি মডেল থানার পাশে বোমা বিস্ফোরণ, ১৭ লাখ টাকা ছিনতাই

0
542

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরে দিন-দুপরে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এনামুল হক নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা আনুমানিক আড়াইটার দিকে শহরের এমকে রোডস্থ সন্ধ্যানী সুপার মার্কেট সংলগ্ন ইউনাটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এর বুথের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, বেলা আড়াইটার দিকে শহরের আগমনী মটরস’র মালিক ইকবাল হোসেনের ছোট ভাই এনামুল হক শহরের এমকে রোডস্থ ইউসিবিএল ব্যাংকে ১৭ লাখ টাকা জমা দেয়ার জন্য আসেন। এসময় অজ্ঞাতনামা দূস্কৃতিকারীরা তার গতিরোধ করে। তার কাছে থাকা ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। এক পর্যায়ে দূস্কৃতিকারীরা এনামুল হকের পেটে ও দুই হাতে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে ছিনতাইকারীরা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এনামুল হককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। দূস্কৃতিকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক তারেক শামস সাংবাদিকদের জানান, এনামুলের শরীরে ছুরিকাঘাতে প্রচুর পরিমান রক্ত ক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা খারাপ হওয়ার কারণে আমরা ঢাকা স্থানন্তর করা হয়েছে। আহত এনামুল হক শহরের বকচর এলাকার হাবিবুর রহমানের ছেলে। যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখার তৌহিদুল ইসলাম ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে জানান,দৃবৃর্ত্তদের আটকের অভিযান চলছে। #