যশোর কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসারের বিরুদ্ধে নানা অভিযোগ

0
505

বিশেষ প্রতিনিধি : যশোর কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামানের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের আটক করে টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধীকে গ্রেফতার পুর্বক তার দখল হতে উদ্ধারকৃত মালামাল এজাহার উল্লেখ না করে আত্মসাত করার অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন, এসআই আমিরুজ্জামান বিগত ১৩ জুলাই রাত ২টায় শহরের সিটি কলেজ পাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী ইলিয়াস হোসেনকে আটক করেন। ওই রাতে তার কাছ থেকে ৩৪ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। একই ভাবে প্রতিদিন মাদক ব্যবসায়ীদের আটক করে টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ অহরহ রয়েছে। এছাড়া, সম্প্রতি তিনি ভূয়া এএসপি রাকেশ ঘোষকে আটক হওয়ার পর তার যশোর শহরের ঘোপ এলাকার ভাড়া বাড়িতে একাই অভিযান চালান তিনি। এসময় তার বাড়ি থেকে প্রায় ৫০ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং টার্স মোবাইল নিয়ে আসে। পরবর্তীতে স্যামসাংয়ের টার্স মোবাইল বাদ দিয়ে পুরাতন ছোট একটি মোবাইল জব্দ তালিকায় উল্লেখ করলেও টাকা এবং ল্যাপটপ জব্দ তালিকায় উল্লেখ করেনি। সূত্রগুলো আরো জানান,মাস কয়েক পূর্বে আমিরুজ্জামান শহরের রেলগেট পশ্চিম পাড়ার এক বাড়িতে অভিযান চালিয়ে উক্ত বাড়ি হতে ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করার পাশাপাশি উক্ত আসামীর বোনের কাছে থাকা দামি মূল্যবান মোবাইল ফোন নিয়ে চলে আসে। যে ব্যাপারে পুলিশের উর্ধ্বতন মহলে জানাজানি হয়েছে। এছাড়া, এসআই আমিরুজ্জামানের শহরের ওয়াপদহ রোডের সোর্স বাপ্পা খান এবং তার স্ত্রী তুলির কথামত খোলাডাঙ্গা ও কৃষ্ণবাটিতে প্রতিনিয়ত এলাকার নিরীহ মানুষদের ধরে ইয়াবাসহ চালান দেয়ার হুমকি দিয়ে টাকা আদায় করছে। আর টাকা না দিলে ইয়াবা দিয়ে চালান দিচ্ছে। সম্প্রতি খোলাডাঙ্গা এলাকার নিহত হৃদয় খানের বিরুদ্ধেও সোর্স বাপ্পা খান ও তুলির কথামত আমিরুজ্জামান মামলা দিয়েছিলেন। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানের সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি উচ্চস্বরে বলেন,উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ইলিয়াস হোসেনকে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ। টাকা নেয়ার কোন ঘটনা ঘটেনি। ভূয়া এসপির বাড়িতে অভিযান চালানোর কথা এবং ল্যাপটপ থানায় আছে স্বীকার করে তিনি টাকা এবং মোবাইল আত্মসাতের কথা অস্বীকার করেন। এছাড়া শহরের ওয়াপদহ রোডের বাপ্পা খান নামে তার কোন সোর্স নেই বলে তিনি দাবি করেছেন। আমিরুজ্জামানের বিরুদ্ধে অতি গোপনে তদন্ত করলে প্রতিনিয়ত তিনি কোতয়ালি মডেল থানা এলাকায় যে ঘটনা ঘটিয়ে যাচ্ছে তার বের হয়ে আসবে। সূত্রগুলো বলেছে,এসআই আমিরুজ্জামানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পর্যন্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here