যশোর কোতয়ালী থানার ওসি প্রত্যাহার

0
453

নিজস্ব প্রতিবেদক : যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার আনিসুর রহমান। জানতে চাইলে থানার ইলিয়াস হোসেন রাত ৯টা ৪০ মিনিটের দিকে বলেন, ‘এখনো কিছু জানি না। তবে শুনতেছি।’
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় রাইটস যশোরের নির্বাহী পরিচালক, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি এবং দৈনিক টেলিগ্রামের সম্পাদক বিনয়কৃষ্ণ মল্লিককে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে সোমবার রাত থেকে যশোরের সংবাদকর্মীরা আন্দোলনে রয়েছেন। তারা পুলিশ সুপারের অপসারণ এবং সাংবাদিক ও তাদের পরিবার-সদস্যদের নিরাপত্তা দাবি করছেন। কোতয়ালী থানার ওসিকে এই ঘটনায় প্রত্যাহার করা হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। এসপি শুধু এটুকু জানিয়েছেন, প্রশাসনিক কারণে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মো. ইলিয়াস হোসেন ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি কোতয়ালী থানায় যোগ দেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ইলিয়াস হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হলেও থানার ওসির দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি বলে পুলিশ সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here