যশোর ছুটিপুর সড়কে বাস উল্টে খাদে ৩০ ছাত্রী হাসপাতালে

0
816

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর-ছুটিপুর সড়কে বাস উল্টে কমবেশি ৩০ছার্ত্রী আহত হয়েছে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে যশোর ছুটিপুর সড়কের কায়েমখোলা বাগমারা নামক স্থানে ঘটেছে।

আহতরা হলো, ফুলি (১৬), বিথি (১৪), তন্মী (১৫), জুই (১৫), রুমকি (১৩), জেসিকা (১৪), সাথী (১৩), রুনা (১৪), সনি (১৭), চামেলি (১৩), সীমা (১৪), মীম (১৬), মাহফুজা (১৫), হামিদা (১২), রুপালি (১৪), লিমা (১৫), মাহফুজা (১৩), উর্মি (১৫), মরিয়ম (১৩), খাদিজা (১৪), নুরনাহার (১৩), ডলি (১৪), বৈশাখী (১৩), লিমা (১৩), তৃপ্তি (১৩)। আহদের বাড়ি যশোর সদর উপজেলার হালসা গ্রামে।

দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, বেলা আড়াইটার দিকে আলীমুন্নেছা গালর্স স্কুল এন্ড কলেজ ছুটি হয়। স্কুলের ছাত্রীরা এসময় হালসা গ্রামে যাওয়ার জন্য যশোর ধর্মতলা-ছুটিপুর সড়কে একটি বাসে (যশোর-হ-১১৮২) উঠে। বাসটি কায়েমখোলা বাগমারা নামক স্থানে পৌছুলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি উল্টে যায়। বাসে স্কুল ছাত্রীরা সবাই কমবেশি আহত হয়। স্থানীয়রা এসময় শিক্ষার্থীদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দিয়েছে।

হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার বুশরা কবির বলেন, আহতদের মধ্যে শিক্ষার্থী সিমা, তন্মী, নুরনাহার ও শিক্ষিকা দিপার অবস্থা আশংকাজনক। বাকিরা শংকামুক্ত। বাসের হেলপার ও ড্রাইভার পালিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here