যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৬ নভেম্বর

0
269

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। আগামি ২৬ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩ নভেম্বর থেকে মনোয়নপত্র আহবান শুরু হয়েছে। মনোনয়পত্র জমা ১১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। ১৩ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ওই দিন সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে ১৭ নভেম্বর বিকেল ৩ টার মধ্যে। ২৬ নভেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। জুম্মার নামাজের জন্য পোনে ১টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণ বিরতি থাকবে।
এদিকে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ মহাজোটের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান জানিয়েছেন, যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। অন্যান্য বছরের মত এবারও মহাজোটগতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে প্রর্থীরা। পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। বুধবার মহাজোট সমর্থিত প্যানের পরিচিত সভা অনুষ্ঠিত হবে। এ দিনই নির্বাচন কমিশনে জমা দেয়া হবে প্রার্থীদের মনোনয়ন পত্র।