যশোর জেলা ক্রীড়াঙ্গনে প্রথমারের মত সূচনা হলো খো খো লিগের

0
241

নারী ও পুরুষ বিভিাগে প্রথম দিনে ৭টি ম্যাচ অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমারের মত সূচনা হলো খো খো লিগের। যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং যশোর জেলা খো খো পরিষদের আয়োজনে শুক্রবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রথম দিনে পুরুষ-নারী বিভাগে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পুরুষ বিভাগের ম্যাচ গুলোয় জয় পেয়েছে নীল বিদ্রোহী দিগম্বর বিশ্বাস স্মৃতি সংসদ, স্বপ্ন সাথী বন্দর স্পোর্টিং ক্লাব ও কারবালা যুব সংঘ।
অন্যদিকে নারী বিভাগে জয় পেয়েছে কসবা যুব সংঘ, ডেন্টাল স্কোয়ার, নাইনটি স্পোর্টিং ক্লাব ও শেখ কামাল অ্যাথলেটিক ক্লাব।
স্টেডিয়ামের ১নং মাঠে নাইনটি স্পোর্টিং ক্লাব ১৭-১৩ পয়েন্টে বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবকে এবং শেখ কামাল অ্যাথলেটিক ক্লাব ৩৮-৮ পয়েন্টে সৌখিন ক্রীড়া সংসদকে পরাজিত করে।
পুরুষ বিভাগে নীল বিদ্রোহী স্মৃতি সংসদ ৩২-৫ পয়েন্টে উপশহর ব্রাদার্স ইউনিয়নকে, কসবা যুব সংঘ ২৫-১৬ পয়েন্টে বঙ্গবন্ধু স্মৃতি সংঘকে, ডেন্টাল স্কোয়ার ১৮-১২ পয়েন্টে শহীদ স্মরণ ক্রীড়া চক্রকে, স্বপ্ন সাথী বন্দর স্পোর্টিং ক্লাব ইনিংস এবং ১৯-১০ পয়েন্টে ফ্রেন্ডস ক্লাব যশোরকে, কারবালা যুব সংঘ ইনিংস এবং ১৫-৭ পয়েন্টে পরাজিত করে।
এর আগে লিগের উদ্বোধন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, খো খো ফেডারেশনের সাধারন সম্পাদক ফজলুর রহমান বাবুল, স্বাগত বক্তব্য রাখেন খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ। অনুষ্টানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির।
তার আগে জাতীয় পতাকা, যশোর জেলা ক্রীড়া সংস্থা ও ফেডারেশনের পতাকা উত্তোলন করা হয়।